নোটিশঃ
বাজিতপুর পৌরসভা `খ‘ শ্রেনী থেকে `ক‘ শ্রেণীতে উন্নতি করন। বাজিতপুর পৌরসভা মশক নিধন অভিযান। জনাব, মোঃ সাকিল মাহাবুব, পিতা-হাবিবুর রহমান এর পাসপোর্ট করার জন্য অনাপত্তি প্রদান। জনাব, মুহাম্মদ মিজানুর রহমান, পিতা-মুহাম্মদ মজিবুর রহমান এর পাসপোর্ট করার জন্য অনাপত্তি প্রদান। জনাব, মোঃ আরিফ আকন্দ,পিতা-মোঃ আব্বাছ আলী আকন্দ এর পাসপোর্ট করার জন্য অনাপত্তি প্রদান। ADP Tender Notice ( দরপত্র বিজ্ঞপ্তি)। ঠিকাদারী লাইসেন্স নতুন ও নবায়ন তালিকাভুক্তির বিজ্ঞপ্তি বার্ষিক উন্নয়ন প্রকল্প…. 2023-2024 সালের অর্থ বছরের (প্রস্তাবিত ) বাজেট জরুরী নোটিশ পবিত্র ঈদ-উল আজাহা উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণার নোটিশ। উপ-সহকারী প্রকৌশলীর বহিঃ বাংলাদেশ (ভারত) গমনের আদেশ। অফিস আদেশ রবিবার হইতে বৃহস্পতিবার সকাল ৯.00 ঘটিকা হইতে বিকাল ৪.00 ঘটিকা পর্যন্ত সময়সূচির আওতা বহির্ভূত থাকিবে। LGCRRP Project 2022-2023 Tender Notice
বাজিতপুর পৌরসভার সংক্ষিপ্ত পরিচিতি

বাজিতপুর পৌরসভাটি এদেশের রাজধানী ঢাকা বিভাগের কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলাধীন ভাটি এলাকায় অবস্থিত এবং সুপ্রাচীন ঐতিহ্যবাহী একটি “খ” শ্রেণীর পৌরসভা। যা ০৯ (নয়) টি ওয়ার্ডে গঠিত এবং আয়তনে ৯.৮৪ বর্গ কিলোমিটার। বর্তমান ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ পৌরসভা ও বাজিতপুর পৌরসভা একই তারিখে (০৮ই এপ্রিল, ১৮৬৯ খ্রিঃ) প্রতিষ্ঠিত। বাজিতপুর পৌরসভার চারদিকে চারটি ইউনিয়নে ঘেরা। এই পৌরসভায় বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব জহুরুল ইসলাম সাহেবের জন্মভূমি ও আবাসস্থল। যার ফলশ্রæতিতে তিনি পৌরসভায় বিভিন্ন ভাবে সহযোগিতাসহ অবদান রেখে গেছেন। এখানে দর্শনীয় স্থান হিসেবে তাহারই নামে নির্মিত জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল, হাসপাতালের অভ্যন্তরে মসজিদ ও দেওয়ানবাড়ী জামে মসজিদ বিখ্যাত। এখানকার মানুষজন কৃষি কাজ, মৎস্য চাষ, গবাদি পুশ পালনসহ ব্যবসা করে জীবিকা নির্বাহ করে থাকে। বাজিতপুর পৌরসভাটি একটি শান্তিপূর্ণ ও সমাজবান্ধব সুন্দর মনোরম পরিবেশ নিয়ে গঠিত।